আহত আনাড়ি
বাগানে বেড়ার ধারে ফুটেছিল জুঁই
গন্ধ ছিল, শাড়ি ছিল লুকোচুরি দেখা
বিকেলের মরারোদে মাথা তোলে পুঁই
চিকন শরীরে ছিল সবুজাভ লেখা।
কোথাকার ছবি এটা মনে নেই কিছু
দিনান্ত কোথায় গেল, কার পিছু পিছু?
সময় হেঁটেছে খুব দ্রুত তার চলা
এতকিছু দেখে দেখে বিকেল অধরা।
সন্ধ্যা নামে শ্লথ পায়ে পাখিরা চঞ্চলা
রূপকথা মাঠ যেন গল্পের ফুল্লরা।
নীড় বাঁধে সাংসারিক গুপ্তকথা কই?
কালকেতু দুঃখ জানে গোধিকা শিকারী,
অনন্ত তাপিত জন্ম, তবু খেদ সই
সহ্য করি মায়ামৃগ আহত আনাড়ি।
Rabindra nath Basu
189/9, Kasba Road, Kolkata-700 042


আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানবেন।
উত্তরমুছুনকিন্ত কবিতার মাঝে ওইভাবে অত বড় করে ছবিটা দেওয়া ঠিক হয়নি। কবিতা অক্ষত রেখে নিচের দিকে ছোট করে ছবি দিলে ভালো হতো।
রবীন বসু